অনেকেই জানতে চেয়েছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কয়টা ইউনিট আছে?
ইউনিটগুলোর নাম কি কি? কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট আছে? কোন ইউনিটে কোন গ্রুপের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে? পরীক্ষা পদ্ধতি কেমন ? কিভাবে প্রস্তুতি নিব ? তোমাদের সকল প্রশ্নের উত্তর দেখে নাও একসাথে ।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট আছে। যথাঃ A,B,C,C1,D,E,F,G,H,I ইউনিট =মোট ১০ টা ইউনিট। ইউনিটভিত্তিক সাবজেক্টগুলোর নাম সহ ইউনিটগুলোর নাম :
.
* A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):-
A ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
২. রসায়ন বিভাগ
৩. পদার্থবিজ্ঞান বিভাগ
৪. গণিত বিভাগ
৫. পরিসংখ্যান বিভাগ
৬. পরিবেশ বিজ্ঞান বিভাগ
৭. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
.
* B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) :-
B ইউনিটে মোট ৬ টি বিষয় রয়েছেঃ
১) অর্থনীতি বিভাগ
২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
৩) সরকার ও রাজনীতি বিভাগ
৪) লোকপ্রশাসন বিভাগ
৫) ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
৬) নৃবিজ্ঞান বিভাগ
.
* C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ ) :-
C ইউনিটে ৭ টি বিষয় রয়েছে।
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক( IR )
৩) ইতিহাস
৪) দর্শন
৫) প্রত্নতত্ত্ব
৬) বাংলা
৭) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
.
* C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ )
।
.
এই ইউনিটে দুইটি সাবজেক্ট রয়েছে
১) নাটক ও নাট্যতত্ত্ব
২) চারুকলা
.
* D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) :-
D ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১) ফার্মেসী বিভাগ
২) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৩। মাইক্রোবায়োলজি বিভাগ
৪) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
৫) পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
৬। প্রাণিবিদ্যা বিভাগ
৭) উদ্ভিদবিজ্ঞান বিভাগ
.
* E ইউনিট [ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি (BBA) ] :-
E ইউনিটে মোট ৪ টি বিষয় রয়েছেঃ
১) ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
২। মার্কেটিং বিভাগ
৩। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
৪। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
.
* F ইউনিট ( আইন অনুষদ ) :-
F ইউনিটে একটা সাবজেক্ট আছে।
১) Law & Justice ( আইন ও বিচার )
.
* G Unit [ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (IBA) ] :-
.
IBA-BBA
.
* H ইউনিট [ ইন্সটিটিউট অব ইনফরমেশান টেকনোলজি (IIT) ] :-
H ইউনিটেও একটা সাবজেক্ট আছে।
১) আইটি ( IT )
.
* I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) :
.
I ইউনিটে ১ টা সবাজেক্ট
- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য
.
বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দেয়া যায়। কিন্তু ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ থেকে B,C,E,F,G, C1 , I -- এই ৭ টি ইউনিটে পরীক্ষা দেয়া যায়।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
:
★ A,B,C,E,F,H,I ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
★ C1 ইউনিটে নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৪০%। ]
.
★ G ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৭৫ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৭৫ নম্বরের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৩৫%। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট আছে। যথাঃ A,B,C,C1,D,E,F,G,H,I ইউনিট =মোট ১০ টা ইউনিট। ইউনিটভিত্তিক সাবজেক্টগুলোর নাম সহ ইউনিটগুলোর নাম :
.
* A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):-
A ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
২. রসায়ন বিভাগ
৩. পদার্থবিজ্ঞান বিভাগ
৪. গণিত বিভাগ
৫. পরিসংখ্যান বিভাগ
৬. পরিবেশ বিজ্ঞান বিভাগ
৭. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
.
* B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) :-
B ইউনিটে মোট ৬ টি বিষয় রয়েছেঃ
১) অর্থনীতি বিভাগ
২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
৩) সরকার ও রাজনীতি বিভাগ
৪) লোকপ্রশাসন বিভাগ
৫) ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
৬) নৃবিজ্ঞান বিভাগ
.
* C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ ) :-
C ইউনিটে ৭ টি বিষয় রয়েছে।
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক( IR )
৩) ইতিহাস
৪) দর্শন
৫) প্রত্নতত্ত্ব
৬) বাংলা
৭) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
.
* C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ )
।
.
এই ইউনিটে দুইটি সাবজেক্ট রয়েছে
১) নাটক ও নাট্যতত্ত্ব
২) চারুকলা
.
* D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) :-
D ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ
১) ফার্মেসী বিভাগ
২) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৩। মাইক্রোবায়োলজি বিভাগ
৪) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
৫) পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
৬। প্রাণিবিদ্যা বিভাগ
৭) উদ্ভিদবিজ্ঞান বিভাগ
.
* E ইউনিট [ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি (BBA) ] :-
E ইউনিটে মোট ৪ টি বিষয় রয়েছেঃ
১) ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
২। মার্কেটিং বিভাগ
৩। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
৪। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
.
* F ইউনিট ( আইন অনুষদ ) :-
F ইউনিটে একটা সাবজেক্ট আছে।
১) Law & Justice ( আইন ও বিচার )
.
* G Unit [ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (IBA) ] :-
.
IBA-BBA
.
* H ইউনিট [ ইন্সটিটিউট অব ইনফরমেশান টেকনোলজি (IIT) ] :-
H ইউনিটেও একটা সাবজেক্ট আছে।
১) আইটি ( IT )
.
* I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) :
.
I ইউনিটে ১ টা সবাজেক্ট
- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য
.
বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দেয়া যায়। কিন্তু ব্যবসায় শিক্ষা/মানবিক বিভাগ থেকে B,C,E,F,G, C1 , I -- এই ৭ টি ইউনিটে পরীক্ষা দেয়া যায়।
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
:
★ A,B,C,E,F,H,I ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
★ C1 ইউনিটে নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৪০%। ]
.
★ G ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৭৫ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৭৫ নম্বরের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৩৫%। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।