মাফ কইরা দেন ভাই

মাফ কইরা দেন ভাই 


মনে করেন ভাই সবই কপাল,আমারে দোষ দেন? হোপ।
কি করি কি করি কপাল টা পোরা
আমার নাই রাজপ্রাসাদ নাই আমার ঘোড়া
প্যাচালে পইরা যাই প্রতিবার আমি
ভালো কামে নাই আকামে সেরা,
আমার বাস কই জানিনা
আমার তো মাথা ঠিক থাকেনা
বাসা টা মনে হয় এই দিকে না না
বাসা মনে হয় টা এই দিকে
কি জানি কইতাছিলাম ভাই
কি জানি কইতাছিলাম?
আমার তো মাথা ঠিক থাকেনা
মাফ কইরা দেন ভাই।

মনে করেন আমি গেছিলাম ঠিক আছে?
বড় ভায়ের লগে বইছিলাম ঠিক আছে?
ভাই কইলো কিছুই হইবো না ঠিক আছে?
মনে করেন আমি বুঝিনা ঠিক আছে?
মিছা কথা কয়া লাব আছে? মিছা কথা কইয়া লাব নাই
মাটির উপরে খারায়া কইতাছি ভাই
কইলে তো কইবেন কয়া লাইছি ভাই
ওয়েট, কি জানি কইতাছিলাম ভাই? কি জানি কইতাছিলাম?
আমার তো মাথা ঠিক থাকেনা
মাফ কইরা দেন ভাই
মাফ কইরা দেন

SHARE THIS

Author:

Latest
Next Post