সেন্টমার্টিনে যাওয়ার সেন্টমার্টিনগামী পর্যটন জাহাজের ভাড়ার তালিকাঃ

সেন্টমার্টিনে যাওয়ার সেন্টমার্টিনগামী পর্যটন জাহাজের ভাড়ার তালিকাঃ আটলান্টিক ক্রজ বর্তমানে এই সেন্টমার্টিন রুটে সবথেকে জনপ্রিয় (এসি/ননএসি) এবং এই রুটের সবচেয়ে বড়ো শিপ। টিকেট মূল্য:- > ইকোনমি ডেক: ৭৫০/- > ওপেন ডেক: ৮৫০/- > রয়েল লাউঞ্জ: ১০৫০/- (এসি) > লাক্সারি লাউঞ্জ: ১৩৫০/-(এসি) কেয়ারি ক্রুজ এন্ড ডাইন (শীতাতপ নিয়ন্ত্রিত)== সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত, শিপের ভেতরে ডাইনিং এর ব্যবস্থা আছে। টিকেট মূল্য:- > মেইন ডেক এক্সক্লুসিভ লাউঞ্জ: ১,০০০ টাকা > আপার ডেক কোরাল লাউঞ্জ: ১,০০০ টাকা > আপার ডেক পার্ল লাউঞ্জ: ১,৪০০ টাকা কেয়ারি সিন্দাবাদ ননএসি; রুটের সবচেয়ে পুরনো শিপ এবং জনপ্রিয় শিপও বলা যেতে পারে একে। টিকেট মূল্য:- > মেইন ডেক: ৬৫০ টাকা। > ওপেন ডেক: ৮০০ টাকা। > ব্রিজ ডেক: ৯০০ টাকা। এম ভি বে ক্রুজ-১ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত; এই রুটের ও দ্রুতগতির শিপ। টিকেট মূল্য:- > রজনীগন্ধা: ১৩০০/- > হাসনাহেনা: ১৪০০/- > কৃষ্ণচূড়া: ১৬০০/- এম ভি ফারহান ননএসি শিপ এবং দ্রুতগতির শিপ। টিকেট মূল্য:- > মেইন ডেক: ৬৫০ টাকা। > ওপেন ডেক: ৮৫০ টাকা। > ব্রিজ ডেক: ৯০০ টাকা।

SHARE THIS

Author:

Previous Post
Next Post